জীবন হারিয়ে যায় মধুমতি তীরে
গ্রাম  গঞ্জ মেঠো পথ বিশির্ণ কুটিরে
হাজার বছর ধরে শুধু আসা যাওয়া
একই ছবি একই পট একই গান গাওয়া |


দারিদ্রের কষাঘাতে অভুক্ত শরীরে
অকাল বার্ধক্য তাকে রাখিয়াছে ঘিরে
গৃহবধু জীর্ণকান্তি কুড়িতেই বুড়ি
চার সন্তানের মাতা নাম ব্রজেশ্বরী |


শিক্ষাহীন মেধাহীন চেতনা বিহীন
দিন যায় রাত্রি আসে,আরো আসে দিন
আলোকের ক্ষীণ রেখা জীবন প্রত্যাশা
মেটেনি তাদের কভু তারা ছিল চাষা  |


তাদের জীবন চলে একই চ্ক্রাকারে
পিতা যায় পুত্র আসে একই ভাঙ্গা ঘরে |