ওগো নারী এসেছে এ প্রভাত আলোকে
তোমার সুন্দর মুখ হয়েছে উজ্জ্বল
সুর্যের কিরণপাতে যেন শতদল
সোনালী,সতেজ সৌম্য আনন্দ পুলকে ।


সোনালী তরল রশ্মি স্বচ্ছ মনোরমা
তোমার কপোল গন্ডে বিভাসিত রঙে
উদ্ভাসিত আলোকিত অপরূপ ঢঙে
হে বধু সুন্দরী তুমি স্নিগ্ধ অনুপমা ।


প্রভাত কিরণপাতে শত স্ব্চ্ছ ধারা
উদ্ভাসিত করে রূপ আলোকে পুলকে
হে নারী তোমার চোখে সেই আলো দেখে
বিস্মিত বিমূঢ় আমি হই দিশেহারা ।


তাই সবে বলে সূর্য পৃথিবীর প্রাণ
প্রকৃতি ও নারী রূপ বিধাতার দান ।