আদম পর্বত চূড়া মাঠ আরাফাত
সেকালে অনেক দূর, আনেক তফাত
স্বর্গচ্যুত দুইজন মানব মানবী
আসিলেন ধরাধামে বিচ্ছিন্ন সে ছবি ।


তারপর মনস্তাপ বিরহ বেদনা
কাঁদেন আদিম পিতা ‘ক্ষম হে রাব্বানা’
শ্রীলঙ্কা সমুদ্র তীর পার হয়ে একা
পৌছিলেন আদি পিতা কন্যা কুমারিকা ।


সমুখে বিশাল দেশ বন বৃক্ষ ঘিরা
নদ-নদী হিমাচল,হিম গিরি চূড়া
তারপর পশ্চিম দেশে আরাফা জমিনে
পৌঁছিলেন আদি পিতা প্রিয়া সন্নিধানে ।


সেই তো জীবন শুরু মানব সংসার
কত কাল বর্ষ কত হয়ে গেল পার ।