পথচলে মজনুন চারিদিকে ভরকুষ্টি আঁধার
খানা খন্দে ব্যাঙ ডাকে বৃষ্টি ভেজা প্রথম আষাঢ়
ঝিঁ ঝিঁ ডাকে একটানা নিকষ রাত্রির নির্জনে
ডুবে গেছে মেঠো পথ অবিশ্রান্ত নিবিড় বর্ষণে
বৃষ্টিস্নাত বাঁশবন দেবদারু নত অশ্রু নীরে
সারা গ্রাম নিদ্রামগ্ন সাড়া নেই কৃষক কুটিরে ।
পথ চলে মজনুন যেতে হবে আরো বহুদূর
ঝর ঝর বৃষ্টি ঝরে কতদুর অলংকার পুর ।


অদুরে শ্মশান ঘাট ভিজা চিতা চন্দনার চরে
নাচে ভূত পেত্নী যেন অন্ধকার বট বৃক্ষপরে
আকাশে বিদ্যুচ্ছটা জেগে উঠে ক্ষণিক চমকে
হেঁটে চলে মজনুন সে আলোয় পথ দেখে দেখে
আষাঢ়স্য দিবসের বৃষ্টি স্নাত পথ চলা শেষে
মজনুন ক্লান্ত পদে থামে নিজ কুটির প্রান্তে এসে ।