আমার সমুখে জাগে কারবালা প্রান্তর
ধূষর উষর মরু,সেথা নিরন্তর
আজিও ধ্বনিত হয়,হাহাকার ধ্বনি
মর্মান্তিক হত্যা যজ্ঞ,নির্মম কাহিনী ।


হোসেনের শির হাতে আজো রক্ত ঝরে
আজো কান্না হাহুতাস মুসলীমের ঘরে ।
রাসুলের প্রিয় নাতি মহাত্মা হোসেন
এই খানে সর্বংশে শহীদ হলেন ।


সহস্র এজিদ সেনা ফোরাতের তীর
ঘিরে রাখে পানি বিনা সবাই অস্হির
সেই এক অসম যুদ্ধে সবে একে একে
প্রাণ দিল শহীদের লাল রক্ত মেখে ।


যুদ্ধে এজিদ সেনা হোসেনের হাতে
বিধ্বস্ত হলো তবু নামিয়া ফোরাতে
পানি পান করে নাই বিষাদিত মন
নিয়তির কাছে করে আত্মসমর্পণ ।