অনাদি অনন্ত সত্ত্বা, সর্বশক্তিমান
সমস্ত প্রশংসা তাঁর আল্লাহ মহান
বিশ্ব জগতের প্রভূ সৃষ্টি কর্তা তিনি
লাশরীক, একেশ্বর, সর্বেশ্বর যিনি ।
শেষ বিচার দিনের প্রভূ ও মালিক
তারই ইবাদত করি, মাগি তারই ভিক্ষ্
দাতা ও দয়ালু তিনি তার রহমত
সবার উপরে বর্ষে, সুধা বিন্দু বৎ ।


তিনি না জনক কারো, নহে কারো জাত
কেহ নহে সমতুল্য কভূ তার সাথ
তিনি নন মুখাপেক্ষী কখনো কাহার
তাঁর সাথে তুলনীয় কেহ নহে আর ।


ওগো প্রভূ অন্তর্যামী দেখাও সুপথ
ভ্রান্ত পথ নহে কভূ, কল্যাণের পথ ।


(*সুরা ফাতেহা ও সুরা এখলাছ অনুসরণে)