এক পদ্ম সরোবর ঘাট শান বাঁধা
স্ব্চ্ছ অতল জলে কবে কোন রাধা
ডুবেছিল জানা নেই,তার রক্ত রঙে
ফুটেছিল লাল পদ্ম অপরূপ ঢঙে ।


ঘাটের উপরে বসি নিচেতে তাকালে
মনে হবে শত পদ্ম দীঘির অতলে,
উপরের প্রতিচ্ছায়া নীচে যায় দেখা
কী সুন্দর অপরূপ লাল শশী রেখা ।


একদিন দুই কন্ন্যা যেন পদ্ম সম
খেলিছে দীঘির জলে রূপ অনুপম
তাহাদের প্রতিচ্ছায়া দেখি জল-তলে
দু'টি পদ্ম ফুটে আছে একই মৃণালে ।


কী যে অপরূপ ছবি অপূর্ব সুন্দর
স্বর্গের সৌন্দর্য শোভা পদ্ম সরোবর ।