যখন আকাশ থেকে অশ্রুকণা ঝরে
মৃত্তিকার দূর্বাতৃণে স্বচ্ছ বিন্দু জলে
আকাশের প্রতিবিম্ব,মাটি ও অম্বরে
কী সুন্দর রূপৈশ্বর্য বিম্বিত সকালে ।


তখন আমরা সেথা ঘাসের কার্পেটে
ধীরে ধীরে হেঁটে চলি সিক্ত পদতল
কী সুন্দর অনুভূতি মৃত্তিকার পটে
সবুজ ঘাসের পরে যেন মখমল ।


যখন সোনালী রোদ ছড়ায় সে ঘাসে
ধীরে ধীরে শুকায় সে বিন্দু অশ্রুকণা
বৃক্ষ রাজি সুশোভিত হয় সোনা রঙে
পাশে প্রবাহিত স্রোত,চত্রা ও চন্দনা ।


এক বিন্দু অশ্রুবিম্বে আকাশের রবি
কবির অন্তরে জাগে অনন্তের ছবি ।