এক সাথে এক গৃহে অনেক বছর
করিয়াছি বসবাস আত্মা হরিহর
আত্মীয় বান্ধব সব প্রীতি দিয়ে ঘেরা
তারপর একে একে ভেঙ্গে গেছে ডেরা ।
মতিঝিলে পুরাতন কেহ আর নাই
একে একে চলে গেছে বন্ধুরা সবাই ।
কেউ গেছে পরলোকে, অন্যত্র নিবাসে
গেছে কেউ, তাহাদের নাম মনে আসে ।


নিভৃতে নির্জনে বসি,করছি স্মরণ
সেই চলে যাওয়া দিন বন্ধু- স্বজন,
যে পথিক চলে গেছে ফিরিবে না আর
এই হলো জীবনের দুঃসহ কারবার ।
চির কাল ধরে এই আসা আর যাওয়া
অশ্রু ঝরা,ব্যাথিতের দুঃখ গান গাওয়া ।