এ বিশ্বের রূপ-রস-মধু গন্ধ গানে
তাহারে খুঁজিয়া ফিরি মানসের প্রিয়
প্রতি অনু-সুষমায় পূর্ণ করি আনে
তাহার অরূপ রূপ বিশ্ব বরণীয় ।


নিখিলের পানে চাহি তরু লতিকায়
দেখি তারি পদচিহ্ন রয়েছে অঙ্কিত
তাই সে সৃষ্টির মাঝে স্রষ্টার প্রভায়
এ জ্গৎ নিতি নিতি হয় সুশোভিত ।


দখিনা মলয় বায়ু মিটিমিটি তারা
জোছনা হসিত রাতি দুস্তর বারিধি ।
অথবা উন্মুক্ত মাঠ মরুভূ সাহারা
তাঁহারই পরশ দেয়; হেসে ওঠে হৃদি ।
প্রকৃতির রূপ সুধা করি রোমন্হন
লভি তাই অনন্তের হৃদয় স্পন্দন ।