এখানে আমার মাটি,আমার কবর
তোমরা রেখেছ যত্নে শেষ বিছানায় ।
কী সুন্দর পলিমাটি কোমল উর্বর
এখানে সযত্নে আছি শেষ ঠিকানায় ।
জানি আমি মাটি বুকে অনন্ত সময়
সুশুপ্ত নিদ্রিত রবে আমার ক্ঙ্কাল
কেহ না রহিবে পাশে একাকী তন্ময়
বয়ে যাবে সঙ্গোপনে শুধু মহাকাল ।
মায়ের বুকে যেমন নিভৃতে একাকী
ঘুমায় সে ছোট শিশু আনন্দিত মন;
তেমনি রহিব আমি নব স্বপ্ন আঁখি
মাটির গোপন গোরে চির অচেতন
সেই ক্ষণে তার স্নেহ অন্তর্যামী যিনি
আমাকে রাখিবে ঘিরে সুদীর্ঘ-রজনী ।