এখানে রূপের হাট রূপ ঝরে পড়ে
রূপবতী কামিনীরা প্রতি ঘরে ঘরে
চেয়ে দেখি কেহ নহে কারো চেয়ে ন্যুন
ইচ্ছা হয় ফিরে ফিরে চেয়ে দেখি পুন ।
মনে হয় সেকালের কবিদের মতো
সকল অঙ্গের শোভা বর্ণি খুশিমত ।
আধুনিক কবিতায় নাই এই রীতি
ইঙ্গিতে বুঝাই তাই সৌন্দর্য-সঙ্গতি ।


ঊর্বসী মেনকা গৌরী কিংবা তিলোত্তমা
কেহ নহে আধুনিকা রমনীর সমা
যদি কেহ হয় বন্ধু কুশ্রী কদাকার
তার রূপ ফোটায় সে বিউটি পার্লার ।
এখানে রূপের হাটে রূপবতী বন্যা
সবাই সুন্দরী সুশ্রী গৌরী অনন্যা ।