বান্ধবী পড়িছে মনে বুড়িগঙ্গা তীরে
অতীত সে দিনগুলো পুরাতন নীড়ে
আজোও মনে পড়ে সেই হারানো সুদিন
অন্তরে উজ্জ্বল হয়ে রয়েছে রঙিন ।
কত কাল দিন কত হয়ে গেল পার
এখনো যে তুমি আছ অন্তরে আমার ।
তোমার উজ্জ্বল মুখ আনন্দিত আখিঁ
আমার জীবন সত্ত্বা রাখিয়াছে ঢাকি ।


কী বিচিত্র অনুভূতি কী বিচিত্র ছবি
অন্তরে জাগিছে আজ অন্তরের কবি ।
যৌবন অমর স্মৃতি চিরদিন কার
জেগে থাকে অমরত্ব লভি বারবার ।
ওগো প্রিয়,প্রিয়তমা আজি সন্ধ্যাক্ষণে
তোমার উজ্জ্বল মন আসিছে স্মরণে ।