আদিগন্ত মেঘমালা, বৃষ্টি ঝরে পড়ে
প্রথম আষাঢ় এলো ঘোর অন্ধকার
সুদূর অতীত স্মৃতি জাগিছে অন্তরে
মেঘদূত কাব্য নাম স্মরি বারবার ।
সহস্র বছর পূর্বে কবে এই দিনে
সেই সে বিরহী কন্ঠে জেগেছিল গান
আকাশে যক্ষ প্রিয়ার পথ চিনে চিনে
মেঘমালা দূত হয়ে হলো বহমান ।


আবার কোন সে দিন কালিন্দীর কুলে
অঝোর ধারার সাথে বেজেছিল বাঁশি
কূল হারা কুল বধূ ভিজে এলোচুলে
ছুটে ছিল নদী কূলে হ'তে কার দাসী
আজো আসে বর্ষাকাল আজো বিরহিনী
ঝর ঝর বৃষ্টি সাথে যাপিছে রজনী ।



           (বরষার আয়োজন)