আমি ভালবাসি এই ধরণীর আলো
ধূলিকণা এর রঙিন মনে হয়;
গগোলসের ওই চশমা পরে যে কালো
সারা চরাচর হয় তারি কালোময় ।
পরিয়াছি আমি রঙিন চশমাখানি
বিশ্ব-ভুবন তাই দেখি বুঝি লাল
তাই তারে শুধু আপনার বলে জানি
তারে নিয়ে নিয়ে বুনি স্বপ্নের জাল ।


তবু মনে হয় চ্শমার কাঁচখানা
জীবনের মতো ক্ষণ ভঙ্গুর কিনা
নিভে যাবে যবে মোর গগনের চাঁদ
ওই কাঁচ দিয়ে মিটিবে না মোর সাধ ?
দেখিবো কি এই জগৎ উজল ছবি
সন্ধ্যকাশে ডুবিয়ে যখন রবি ?