ইতিহাস কথা বলে সে অতীত থেকে
জেগে উঠে দৃশ্যপট,দৃষ্টির সমুখে
দেখি দূর গ্রীস দেশে হেমলক বিষ
পান করে প্রাণ দেন জ্ঞানী সক্রেটিস ।
ট্রয় যুদ্ধের করুন গান ও কাহিনী
তাই নিয়ে রচিলেন মহাকাব্যখানি
মহামতি সে হোমার,দেখি ইতিহাস
পৃথিবীর দেশে দেখে নিত্য সপ্রকাশ ।


ইন্দ্রপ্রস্থ রোমে আর স্পেনে দিল্লীতে
লন্ডনে প্যারিসে আর বাবেলে মক্কাতে
মনে জাগে য়ূরোপের রেনেসাঁর কথা
একাত্তুরে বাংলার মুক্তি স্বাধীনতা ।
সভ্যতার রেখাচিত্র আজি সপ্রকাশ
জাগিছে অন্তর মাঝে মহা ইতিহাস ।