এই খানে ছোট ঘরে গড়াইয়ের পাড়ে
একা একা বাস করি বাগানের ধারে
শুধু দু'টি টুনটুনি ও দু'টি চড়াই
আমার কাছের সঙ্গী, আর কেহ নাই ।


ফুড়ু-ৎ ফুড়ু-ৎ উড়ে সারা দিন ভর
টুনটুন চিনচিন ডাকে নিরন্তর
ঘরে কোণেতে আর কার্পাসের ডালে
বাসা বেঁধেছে তাদের চোখের আড়ালে ।


জানালার একপাশে বেগুন শাখায়
কখনো বসে তারা ইতিউতি চায়
আমি সেথা পাত্র ভরে দেই শস্য কণা
আনন্দে উদ্বেল তারা খায় চারজনা ।


এভাবে বনের পাখি আমার মনের
এলো অতি কাছাকাছি পেলোনাকো টের ।



(আমার বাবা কবি মোঃ আব্দুল মান্নান অসুস্থ থাকায় তার পক্ষ থেকে আমি ববি মাহ্জাবীন তার সম্মতিক্রমে আসরে কবিতা পোস্ট করলাম । আমার বাবার জন্য দোয়া করবেন ।)