সত্য আসে নিত্য কালের বিত্ত বিভব নিয়ে
অসত্য সে পালায় ত্রাসে পিছ দরোজা দিয়ে
মিথ্যা সে যে ক্ষণকালের চোখ ধাঁধানো ছবি
সত্য সে তো দিনের আলো প্রভাত ক্ষণের রবি ।


বিশ্বজগৎ স্রষ্টা যিনি প্রভু যিনি সবার
চির কালের সত্য তিনি,নাইকো শরীক যে তার
তাকে যিনি চিনতে পারেন বুঝতে পারেন ভালো
অন্তরে তার থাকে না আর অবিশ্বাসের কালো ।


অন্তরে তাই আমরা যে চাই পরশ কাঠির ছোঁয়া
যাক মুছে যাক পাপের সে দাগ সকল মিছাভূয়া
সত্যমিথ্যা দ্বন্দ্ব চির চলছে পাশাপাশি
চলবে আরো অনন্তকাল সুখ দুঃখ হাসি ।


কিন্তু সত্য বিজয়কেতন উড়ছে জগত জুড়ে
অনন্ত সে শাশ্বত সে,দেখনা বিশ্ব ঘুরে ।



(আমার বাবা কবি মোঃ আব্দুল মান্নান অসুস্থ থাকায় তার পক্ষ থেকে আমি ববি মাহ্জাবীন তার সম্মতিক্রমে আসরে কবিতা পোস্ট করলাম । আমার বাবার জন্য দোয়া করবেন ।)