আমার মনের তলে স্মৃতির ভান্ডার
কত কথা অভিজ্ঞতা,কত ছবি আর
কত শত দৃশ্যপট কত বর্ণ গান
শত শত মানুষের ছবি দৃশ্যমান ।


কত নদী কত মাঠ কত প্রেম প্রীতি
অবারিত নদী ঘাট আশৌশব স্মৃতি
কত মানুষের কত বিচিত্র জল্পনা
কত পুরাতন ছবি,নূতন কল্পনা ।


স্মৃতির ফলকে সব রয়েছে অঙ্কিত
অফুরান কথা গল্প ছবি সমন্বিত
মনের ক্যানভাস যেন জ্যান্ত কম্পিউটার
সীমা নেই ব্যাপ্তি যার অনন্ত অপার ।


জন্ম হতে বার্ধক্যের সময় অবধি
স্মৃতির সঞ্চয় সব জাগে নিরবধি ।




(আমার বাবা কবি মোঃ আব্দুল মান্নান অসুস্থ থাকায় তার পক্ষ থেকে আমি ববি মাহ্জাবীন তার সম্মতিক্রমে আসরে কবিতা পোস্ট করলাম । আমার বাবার জন্য দোয়া করবেন ।)