বিশ্ব জগৎ চলছে ডানায় ভর করে
কি হবে আর অন্ধ কারায় ঘর করে
চলো না এবার দূরের দেশে ঘুরতে যাই
সবার সাথে দূর আকাশে উড়তে যাই ।


সেথায় উড়ে যাইতে নারে বিহঙ্গম
সেথায় শুধু চারিদিকে মুক্ত ব্যোম
সেই খানে নেই সূর্য,আলো রাত্রদিন
নেই তারকার দীপ্ত ভাতি আলোর চিন ।


চন্দ্রিমার এই স্নিগ্ধ হাসি নাইকো তায়
তবু সেথা দীপ্ত উজল রূপ বিভায়
কে দেয় আলো সেই ভুবনে জ্যোতির্ময়
কার আলোতে নিখিল ভুবন আলোকময় ।


সকল আলোর উৎস যিনি জগৎ নূর
তারই জ্যোতির দিব্য বিভায় আঁধার দূর ।




(আমার বাবা কবি মোঃ আব্দুল মান্নান অসুস্থ থাকায় তার পক্ষ থেকে আমি ববি মাহ্জাবীন তার সম্মতিক্রমে আসরে কবিতা পোস্ট করলাম । আমার বাবার জন্য দোয়া করবেন ।)