শিলাইদহ কতকাল পদ্মার শিখরে
শত মণিমুক্তা নিয়ে জেগে আছ তুমি,
তোমার আকাশ তলে স্মৃতি মাখা ঘরে
মহা জীবনের স্পর্শ ওগো পূণ্য ভূমি ।


পদ্মার সে স্রোতধারা এখনও দুর্বার
কিন্তু সেই বোট নাই,নাই সেই ছবি
শিলাইদার ঘাটে আজি দেখি নাক তার
স্রোতে ভাসা সেকালের সে রবীন্দ্র কবি ।


কত ফুল ফোটে তবু বকুল শাখায়
দখিনা বাতাসে কত স্মৃতি বয়ে আনে
কবিতার ফুল কিন্তু ফুটে নাক হায়
গানের সুরের ধ্বনি ধ্বনে নাক বনে ।
কিন্তু আজও জেগে আছে নিত্য সুনিবিড়
সেদিনের কবিস্বর্গ রবীন্দ্র-কুটির ।