আমার শৈশব কাল,শোন সবিশেষ,
তখন বৃটিশ রাজ পরাধীন দেশ,
বিশ্বযুদ্ধ,লঙ্গর খানা,কষ্ট সারা দেশে
জাপানী বিমান উড়ে বাংলার আকাশে ।


সে শৈশবে মা আমার শামসুন নাহার
মারা গেল,অন্ধকার সমস্ত সংসার
এতীম শিশু জন্য নাই ভালবাসা
কেহ নাহি বুঝে তার অন্তরের ভাষা ।


স্কুল ছিল না গাঁয়ে তাই সারা বেলা
ছোট ছুটি,দৌড়াদৌড়ি,আর শুধু খেলা
বনে বাদাড়ে মাঠে গরুর বাথানে
কেটে যায় সারাদিন উদাসীন মনে


অনেক দিনের শেষে স্কুলে গমন
সে আমার জীবনের শুভ স্পন্দন ।