সমার্জনী হাতে আছে নেই ব্যবহার
পরিচ্ছন্ন হবে তবে কেমনে সংসার
ঝাঁটিয়ে ফেলতে হবে জীর্ণ আবর্জনা
তা হলেই ক্লেদমুক্ত হবে সর্বজনা ।
ঝর ঝক্কি যাই থাক দায়িত্ব অশেষ
সুন্দর করতে হবে অসুন্দর দেশ
আবর্জনা ক্লেদ সব দৃঢ় মুষ্টিঘাতে
মুছিয়ে ফেলতে হবে আঘাতে আঘাতে ।


সমার্জনী হাতে আছে মনেতে দৃঢ়তা
নেই কভু ,নেই পণ আগ্রহ সততা
তাহলে কি হবে বলো চিত্ত ব্যথাতুর
যেখানে ময়লা কভু হবেনাকো দূর ।


দায়িত্ব কর্তব্য নিষ্ঠা যথা ব্যবহার
করিতে হইবে অন্য পথ নাহি আর ।