নবীন ধানের শীষে দুধ ধান ছড়া  
আন্দোলিত মৃদু বায়ে কী অপূর্ব ছবি !
সারা মাঠ কী নিপূণ শিল্প সাজে গড়া
বিকালের আলো ছায়া,মুগ্ধ এই কবি ।
গোধূলির রঙ মেখে মাঠ পথ বন
আবছা আবর যেনো টেনে দিল মুখে
দূর দিগন্তের পটে ঘন আবরণ
মাঠের ওপারে মাঠ ছবি যে সম্মুখে ।


শরতের স্নিগ্ধা বধূ মুখে পর্দা টানি
নেমে এল হেমন্তের নবান্নের মাঠে
মৃদু ঠান্ডা অনুভূতি হৈমন্তিক রানী
সাজিল নতুন সাজে চন্দনার ঘাটে ।
নতুন ধানের গন্ধ হেমন্তের ছবি
চারিপাশে একেঁ দিল কোন শিল্পি কবি ।



৩০-১০-২০১৪ ইং
পাংশা, রাজবাড়ী ।