সুরম্য সুন্দর রম্য সিগ্ধ ভাষা রূপ
হালকা ও সুখপাঠ্য আনন্দ স্বরূপ ।
আহরি স্বরান্ত পদ মনোজ্ঞ ভাষায়
রচিব যে কথাকলি রম্য রচনায় ।
ছিল আশা বন্ধুজন অতি দূরদেশে
পড়িবে সে সুখপাঠ্য রচনা অক্লেশে ।
কিন্তু অন্তর আমার কঠিন ও কঠোর
কঠিন কঠিন শব্দ আর আড়ম্বর ।
তাই আজি মন নাহি রম্য রচনায়
রমনীর শব্দাবলী আসে না মাথায় ।
তাই আজি জীবনের পড়ন্ত বেলায়
সৌম্যশান্ত মধুরতা ছন্দে রূপ পায় ।
ভাষা রম্য রূপ ধরি সুন্দর বিন্যাস
বিকশিত প্রকাশিত অনিন্দ্য উচ্ছ্বাস
রম্য রচনার হাসি, স্ফুর্তি আলোক
হৃদয়ে আনন্দ আনে,আনে যে সম্ভোগ ।