হে মৃদুলা শিশু সাথী, বোনটি আমার
আজিকে স্মরণে জাগে সেদিনের কথা
তোমার সে মৃত্যুক্ষণ কত দুঃখ ব্যথা
হৃদয় কন্দরে আনে বেদনা-অপার ।
তদ্ পূর্বে দুঃখদিন আজো মনে জাগে
আমি বড় ভাই সেই শৈশবের বেলা
তুই শিশু হে মৃদুলা করো ধুলি খেলা ।
সে সময় দুঃখ তীর বুকে এসে লাগে ।।


আমাদের মা জননী শামসুন্ নাহার
মৃত্যুর করাল গ্রাসে গেল যে কবরে
নাইক সান্তনা শান্তি আমাদের ঘরে
চারিদিকে শুধু দুঃখ শুধু হাহাকার ।


সেই ক্ষণে দু’জনের অশ্রু এক সাথে
মিশে হলো এক নদী জীবন-প্রভাতে ।।