তোমরা যাকে ভালোবাসা বলো
প্রেম বলো,জান তার উৎস কোনখানে
কেমনে অন্তর মাঝে সে ফুলশর হানে ।
কেমনে উদভ্রান্ত মন,অনাবিল শরৎ সন্ধ্যায়
দিগন্তের নীলে খুঁজে পায়
পূর্ণিমার চাঁদ ।
সেখানেই ভালোবাসা হাসি
যেখানে গ্রামের সেই উন্মন উদাসী
জ্যোৎস্না স্নাতা কিশোরীকে দেখো
বুঝে নাও কোথা ভালবাসা,
কোথা দিশা জীবনের, আলোকের
কোথা ফোটে ফুল,
কোথা সে সুনীল নভে
ছড়ায়েছে রমনীর শুভ্র এলো চুল
দেখে নাও,পাবে ভালোবাসা ।