বিপাকের শোকগাথা।


হে বিশ্ব পরিচালক মহা দেবতা
নিয়তির দাবানলে জ্বলছি আমি
ভাগ্য কেড়েছে কোন অপদেবতা।


হে মোর দয়াল প্রভু
আমিত চাইনি এই নিষ্ঠুর প্রহসন
কেন তবে পড়ে আছি বিপাকে
ভুলুন্ঠীত হল স্বপ্ন সিংহাসন।


ঐ দেখ ঐ বিশ্ব পারাপারে
বাতাসের কানায় ছেয়ে গেছে আজ
অসীম রক্তের রঞ্জিত আলপনা।
রুগ্ন মানবের করুন ক্রন্দনে
কাঁদে বিশ্ব বেড়েছে উম্মাদনা।


নিশীথ রাতে গভীর অরন্যে
বৃন্তচ্যুত পুষ্প কাঁদিয়া মরে
আশার গহনে হতাশায় দ্বহে।
পায়না পরিত্রাণ লাঞ্ছিত মানব
এই ভব সিন্ধু মাজারে।


আমি রুগ্ন ক্ষুধায় ক্লিষ্ট পথহারা যাত্রী
নিয়তির কারাগারে দন্ডিত আমি
ছিলাম না কখনও অপরিনামদর্শী।


ঐ রাঙা রবির রক্তিম ললাটে
বসে আছে যে রক্ত তিলক।
কোটি ইতিহাসের লাঞ্ছিত মানবের
নির্গত রক্তের রক্ত তরঙ্গে  যেন
উঠিয়াছে গড়ে উত্তপ্ত রঙিন মহল।


তাইত হয়েছে গভীর খাঁদ ভাসমান দিবাকরে
সারা বিশ্বের অগনিত মানুষের
কান্নার রোল পৃথিবীর পথে পথে
চুপিসারে শুধু রক্ত ঝরে মৃদু অন্তর গহনে।