চিতাবহ্নি
সায়িদুল আলম মান্নু


দেখা যায় বহ্নি জলছে চিতায়
কারো অন্তরে কারো সুখের আলনায়।
কারো সুখের সংসারে কারো অনিদৃষ্ট অজানায়।
পৃথিবীময় শুধুই জ্বালা ঝলসানো চিতার আগুন
ধিকি ধিকি জ্বলছে মানবাত্মার অন্তর যমুনায়।


যে দিকে তাকাই শুধু ভুল আর ভুল
সাধনা সংযমেও যেন নেই কোন কুল।
পাহাড় সমান গাড়ো অন্ধকার
গ্রাস করে চলেছে সবই একাকার।


কুয়াশার ধুম্ররাশি বিন্দু বিন্দু জল
পিছলে যায় চলার পথ, জমে আছে গভীর শেওলা।
সামনে বহুমাত্রিক জীবন মোহনা
বিগড়ে যায় জীবনবোধের অনন্ত চেতনা।


বিভৎস রঙের দুরন্ত দাপাদাপি
ছুটছে মানুষ কিসের নেশায়
নেই আদি নেই অন্ত
বিভৎস রঙের চিতা খোলায়।