দানব
                            সায়িদুল আলম মান্নু


দানব আসছে দানব
সভ্যতার কংকালে বিস্তৃত আসনে
রক্তের উৎকট গন্ধে অতি ধীর সংগোপনে
ধেয়ে আসছে দানব অতিকায়।


বিভৎস রক্তে রন্জিত অসংখ্য গলিপথ
হৃদয় তন্ত্রে মোলায়েম মন্ত্রে দীক্ষিত সজীব সরসে
রাক্ষুসে পিপাসায় মঞ্চে আসছে দানব।


না অতি দুর বিধ্বস্ত বিদীর্ণ পথে
বিবর্ণ মানুষ নিঃশেষিত রক্তে
অবিরাম স্রোতের ফাল্গুধারা
প্রাচীন হতে নিত্য নব নব ভঙিমায়
ধেয়ে আসছে দানব স্নান সমাপনে
তোমারই নন্দিত স্বচ্ছ সরোবরে।


চিত্তের কুঠুরী মননের স্বপ্নীল দিগন্ত আঙিনায়
সুকুমার বৃত্তের নরম তুলতুলে পাপড়ি,
নিরাভরন মহিমা  দনবের ছায়ামুখ,
পদ্সখলন, ভ্রান্ত আদর্শের তীব্র চীৎকারে
লক্ষ কোটি জীবন আজ গভীর অন্ধকারে আচ্ছাদিত।


ধর্ষীত ইতিহাস, চেতনার যবনিকা,
লৌহ বেস্টনে আবিস্ট বিজ্ঞান
মানবতা ডোমঘরের খন্ডিত লাশ
ইস্পাতের আঘাতে পিষ্ট বিবেক, নিরাকার বলয়
মানব প্রেম পচা রক্তে গলিত স্রোতস্বীনি রক্ত গংগা
তার উপরে দাড়িয়ে হাসছে দানব।
যার নিশ্বাষে বিষাক্ত ফলা বিদীনর্ বক্ষে
ছটফট করছে অগনিত মানুষ।


অর্থে , বিত্তে, প্রভাবে,অস্ত্রে
শ্বেত শুভ্র স্নীগ্ধ অবয়বে দানব এখন মহা শক্তিধর
সে এখন মহা কল্লোলের অবনাশি গর্জন,
শক্তিধর অক্টোপাস।
শিশুর সুকুমার অন্তে দানবের ছুরির ফলা,
কন্ঠে ফাসির রশি আর
পদযুগলে চীর মৃতের দুর্ভেদ্য শৃংখল।


শিক্ষার আড়ালে পৈশাচিক উম্মাদনা
মুখে বন্দনার ভ্রান্ত মুক্তির ডামাডোল
অর্থের লালসায় ক্লিস্ট মানবতার বানী
অগনিত মানুষের ঢল।
দানবের পদলেহনে উম্মত্ত মানুষ
বিবেক ফেলিছে অশ্রুজল।


ধরিত্রী দেবির আরধ্য সভ্যতার বেদীমুলে
রক্তে রন্জিত কৃপান, পৃস্টদেশে রকেট লান্চার
হাতে স্টেন, কন্ঠে বুলেটের মৃত্যু মনিহার
তাক্ করে এগোচ্ছে দানব,
তোমার নীরব নিস্ত্ববতার জৌলুসে
আকন্ঠ নিমজ্জিত মস্নদের লোভাতুর দৃষ্টিতে।


টেকনাফ থেকে তেতুলিয়া বংগ থেকে বংগে
জেলা হতে জেলান্তরে সাঁই সাঁই করে ঘুরছে শানিত তরবারী
মানুষের শিরে, গৃবায়,  রিদ্পিন্ডের পাশাপাশি
ঠিক জীবনের কাছাকাছি, যেখানে অন্ধকারে লোপাট হচ্ছে
প্রভাতী রশ্নীর শেষ আলোটুকু।


ধেয়ে আসছে দানব
মুক্ত মনের উম্মুক্ত বাতাসে, শিল্পকলায়, সৃস্টিতে, কৃস্টিতে
সত্যের বানী নিভৃতে কাঁদে দনবের পদতলে।
হুংকার, গজর্ন, হত্যায় শত খন্ড মাংশ পিন্ডের ধিক্কারে
কম্পমান বংগের চীর নিত্য সত্যাশ্রয়ী ললিতকলা, নাটক, উপন্যাস, কবিতা, প্রবন্ধ
হাসছে দানব।


এখনও মন্চে দানব, শাষনে দানব, আইনে দানব
বিচারে দানব, শিক্ষায় দানব, মস্জিদে দানব, মন্দিরে দাণব
এযেন দানবের রাজত্বে দানবেরই জয়ধ্বনি।


তাইত শুনতে পাচ্ছি নিয়ত নিরন্তর
ঘুমন্ত মানুষের বুকের পাজর ভেঙে নিয়ে আসা
লাল কলিজা কেটে খওয়ার মহা উল্লাস
কুচি কুচি করে কাটা লাশের মাংশ পিন্ড খাবার পেয়ালা
রক্ত শরবত আর ধমনীর সালাতে পরিপুর্ন খাবার টেবিল
থেকে থেকে দানবের অট্টহাসি আর মেঘগজর্ন
থর থর করে কাপছে মানুষ কাপছে পৃথিবী
অথচ মুখে শ্বেতশুভ্র দাড়ী আর মাথায় ঝকমকে টুপি।