খেলা ঘর ।


অনেক জ্বলা আছে এই সংসারে
হে মানুষের দল বাস করেছ
বসে তাসের ঘরে।
ঘর বাঁধ বসে সীমাহীন আশা নিয়ে
জেনেও জান না অন্তরীন হয়ে
সম্যক সুখ সায়রে।
ক্ষনিকের তরে এসেছ তুমি
ভাবিয়া দেখ নীরবে।


হে পথিক
কোথায় চলেছ একা নিঃসঙ্গ পথে
আপন খেয়ালে বিস্তির্ন কাটাঘেরা পথে।
যে পথে রয়েছে অগ্নি বেসুমার
বিশের বাঁশি আর অগ্নি পুস্প হাতে নিয়ে।
জনম ভরে চলেছে মানুষ
সেই পঙ্কিল গিরি পাদদেশে।


সংসার জীবন বড় বৈচিত্রে ভরা
হঠাত্ যেন তুলির পরশে চমক ভাঙে।
চলার পথে পেয়েছ কি সবে
শেষ পেরেশানি দিশা  ?
কেন তবে জীবন পরিসরে
বেঁচে থাকার অনির্বাণ নেশা ?


মনের আঙিনায় মন্দির মিনারে
একা বসে ভাব সে কথা।
গোপনে বলে সে যে অতি সত্য কথা
কখনও কর না তাকে তুচ্ছ অবহেলা।


সৃতীর দুয়ারে মলিন পর্দা
উম্মোচন করে দেখ একবার।
মরীচিকার স্তুপ জমে আছে সেখানে
যেখানে যেতে চায় না কারো মন বার বার।
একটু ভেবে দেখ অতি আপন মনে
সংসার জীবন শুধুই কুয়াশা
অস্পষ্ট দিগন্ত ধোঁয়াসা জীবনেরই খেলাঘর।