মানবতার কান্না,
সায়িদুল আলম মান্নু ।


আদি হতে অন্তে এই বিশ্ব চরাচরে
যা কিছু প্রাপ্তি যা কিছু অর্জন
ধরির্ত্রী মাতার অকৃপন দান যত
সবই সবার ভোগ্য, সমান অধিকার চীর সত্য যেন।
কারো এক চেটিয়া হুঙ্কার গার্জনে নয় তাহা ত্যাজ্য।


লোলুপ লালসায় দেবাসনের আসনে
সেজেছ তুমি দাতা তুমিই প্রভু ,
তোমার আজ্ঞাবহ দাসত্ব নিতীতে
বিশ্ব আজ বহুধা বিভক্ত ছিন্ন ভিন্ন।
শক্তিতে মহা কল্লোল, তুমি দেবতা তুমিই যুধিষ্ঠীর
তোমার পঙ্কিল মহিমায় মস্তক ভুতলে লুটায়
প্রনাম কেবল তোমারই শতসিদ্ধ।


প্রভু এ যন্ত্রনা বড় বিষাক্ত
এ তন্ত্র অলীক আপাদমস্তক ভ্রান্ত।
চারিদিকে ভয়ংকর অজগর, মানুষরুপি রাক্ষস
হাজার বছরের পচা দুর্গন্ধময় বিষাক্ত লাভা
গাড়ো অন্ধকারে ঢাকা বিস্তীর্ণ জনপদ।
প্রলয় বীনায় বাজে কেবলই অন্তিম শুর।


দলিত বিশ্বাস দুনিয়াময়,
ধরনী আবিষ্ট অসত্য আঁধারে,
দাম্ভিক ইচ্ছার যাতাকলে পিষ্ট
বিশুদ্ধ দর্শন বিমুর্ত মানব সভ্যতা।
নিগৃহীত , নির্যাতিত , পৈশাচিক উল্লাসে
গল গলে তরল রক্ত পিয়াসে বুদ সংক্ষিপ্ত জনগোষ্ঠী,
অথচ শ্লোগানে তারা মানবতায় বিশ্বাষী।


ওদের পেয়ালায় দেখ সাজানো কত কি বস্তু
লাল নীল সাদা কালো বেগুনী
মানুষের যকৃত্ ধমনী কলিজা আর
হৃদপিন্ডের মৌ মৌ গন্ধে আকুল পৃথিবী।
সহাস্য বদনে বিস্ফারিত নয়নে
বলছে হে পৃথিবী আমরা মানবতায় বিশ্বাসী।


সমগ্র মানব কুল আমাদের পদতলে
আমরা যাহা বলিব তাহাই সত্য
এক ও অভিন্ন বল সমস্বরে ।
বাকিরা সব নির্বোধ ওদের বিশ্বাসের বিস্তৃত পথে
আমাদের উচ্ছিষ্ট ঢেলে দেব ওদের ক্ষুধার্ত জঠরে।
মানবতার গান ঘুচে যাবে চীরতরে।