মুক্তির ডাক


আমি মহা সত্যের জীবন্ত প্রলয়
প্রলয় উদগীরন জ্বালা মুখ দিয়ে
আমি সমাজতেন্ত্রর কথা বলি।
আমি সর্বহারা মানুষের বোবা কান্না
কাস্তে হাতুড়ি আর লাঙ্গলের উল্কি কাটি।


বিভিষিকাময় সমাজের গোপন দলিল
লুটেরা ধনিকের কায়েমি স্বার্থ
হায়েনা দলের নৃশংস ছোবল
আর্ত মানবের বুকে তাকে করা রাইফেল
আমি দুর্বার হাতে স্তব্ধ করার কথা বলি।


ওদের ধনাগারে ওদের সুরম্য প্রাসাদে
ওদের লৌহ শৃংখলিত দুর্বিনীত সমাজ
আমি বুলেটের আঘাতে ধুলিস্যাত করার কথা বলি।
নিরন্ন মানুষের ক্রন্দন প্রকম্পিত আকাশ
দ্বারে দ্বারে বুভুক্ষ মানুষের হাহাকার
আমি ওদের চীর মুক্তির কথা বলি।


পীড়িত মানুষের হৃদয় বিদারক চিৎকার
পশ্চিম গগনে দিবাকর মলিন।
ক্ষুধায়, পিপাসায় বুকে সাহারার গর্জন
ওরা সর্বহারা মানুষের দুর্জয় কাফেলা
মুখে আগুন ঝরা শপথ হাতে লাল ঝান্ডা।
আমি কমিউনিজমের শান্তির কথা বলি।


আমি ওদের জাগরন ওদের স্বপ্নসৌধ
বঞ্চিতের বঞ্চনা আর বন্দীর বন্দনা গাহি।
শোষিত জীবনের অবরুদ্ধ কাহিনী
আমি তোমার হৃদয় পিঞ্জরে খোদাই করি।


আমি সাগরের উত্তাল তরঙ্গ
মুক্তির রাজত্ব শুভ্র কিরীট পরাই।
মহা মুক্তির অগ্নি বিনায় অবিরাম
ধুলায় মিশে যাওয়া জীবনের কথা বলি।
আমি বিশ্ব কমরেডদের রক্তিম প্রান্তরে
বসুন্ধরাকে শুধিত করি।


আমি অমর কমিউনিজমের বিজয় কীর্তন
মানুষে মানুষে ভ্রাতৃত্ব আর যুগের বিবর্তনে
সাম্য মৈত্রী সমাজতেন্ত্রর বিনির্মাণ আর
শোষোনহীন সমাজের উদয়ের কথা বলি।