মুক্তির নিশান


আমার মাথার খুলির মধ্যে
এক মস্ত এটোম বোমা।
ধরিত্রী দেবীর বেদীমুলে যত
অন্যায় আর অবিচারের পাহাড়
আমি মুহূর্তে উড়িয়ে দিতে চাই
বিনির্মাণ চাই শুধু স্বর্গ সুধা।


আমি মানুষরুপি আগ্নেয়গিরি
তৈরি করি মহাশুন্যে অগ্নি বলয়।
আমি হিংস্রতার রুদ্রমুলে পদাঘাত করি
নিশ্চিহ্ন করি শোষোনের লাভা
আর দানবের নীলয়।


আমি ঝঞ্জার উৎক্ষিপ্ত দাবানল
বিশ্ব সাম্রাজ্যবাদ ঘৃনীত মস্তকে
কুড়াল মারি, চৌচির করি উদ্যত ফনা।
আমি পৃথিবীর পথে পথে নিশান ওড়াই
যুগে যুগে পৌছে দেই শান্তির মহা বারতা।


আমি বিভৎস মানুষের মৃত্যু যমদূত
ফুঁ দিয়ে ওড়াই কত কায়েমি জিঞ্জির।
করুন কান্নার মহা সমুদ্র যত
আমি নিমেষে বিলীন করি তত
হাতে সাম্য মৈত্রীর অনির্বাণ অরুনাচল।


আমি মহা প্রলয়ের মহা কল্লোল
বিক্ষুব্ধ পৃথিবীর মৃত্যু তোরনে
ধুয়ে মুছে ছাপ করি যত অনিয়ম জঞ্জাল।
আমি তোমার প্রতিবাদী কন্ঠে
মায়ামুগ্ধ গৃবায় থাকিবে চীরকাল।