হৃদের পাশে একদিন ।


একদা হেটেছিনু হৃদের ধারে আনমনে।
শীতল স্নীগ্ধ সমীরন ছিল প্রচুর
বহমান ছিল নীলাভ টলমল জলাধারে।
তীক্ষ্ন আলোর তীর্যক বর্ষন
ছিল শীতল সেদিন প্রবল পবন কল্লোলে।
নুড়ি পাথরে সহস্র সংঘাত
সহিষ্নু বারি রাশি
চলে নীল গগনের নীচে অপাংতেও পথে।


পৃথিবীর বুকে আছে অগনিত কান্না
তাইত পাতালের বুকে শোকাকিভুত তাপিত হৃদয়
বিপুল বারি রাশি ফুঁপিয়ে কাঁদে।
এত হৃদ নহে যেন চাঁপা বুকের প্লাবন
প্রলয় ফাটল ঝরে অশ্রু কুল কুল রবে।
জানে না কোথায় তাদের যবনিকা পাত
যদিও মিশে যায় গভীর সমুদ্র তলে।


কি নিবিড় সম্পর্ক জড়িত জীবন হৃদের সাথে
বন্ধু করেছে মিতালি চলেছে বন্ধুর পথে।
কি সুরেলা জীবন সুকুমার কাব্যিক পথ
এলোমেলো জীবনের কুয়াশার টুকরো গুলো
পিচ্ছিল করে দেয় জীবন
অগনিত দিনের ভবিষ্যত্।