ছিন্ন মুল


কামনা বাসনা স্বপ্ন সাধনা
মরে গেছে অনেক আগে।
সবকিছু একাকার বড়ই নিরাকার
দুর সীমানায় মিলিয়েছে চোখের জ্বলে।


গৃহহারা জীবন ছিন্ন মুকুল
পঙ্গপালের মত যাত্রা ঠিকানা বিহীন।
বিরাট জনসমুদ্র ওরা দিশেহারা পথিক
বাঁচার তাগিদে ছুটছে ওরা গন্তব্য অন্তহীন।


রোগ শোক জরাজীর্ণ কংকাল সম দেহ
দুমুঠো অন্ন একটু বিশ্রামের কথা
কেউ বলে না কেহ।


শহর থেকে শহরে হাটে অথবা বাজারে
লঞ্চঘাট স্টিমার কিংবা কোন রেল লাইনের পাশে
অজস্র মানুষের শোকার্ত কোলহল।
তুমি যদি যাও দেখিবে সেখানে
লক্ষ লক্ষ জীবন বিনীদ্র রজনী
অভিসপ্ত মানুষ লুটায় ভুতলে।


উদরে অন্ন নাই পরনে শতচ্ছিন্ন বস্ত্র
ক্ষুধার জ্বালায় পান্ডুর মুখখানি
কন কনে শীতে ঠক ঠক কাঁপে
কত মাস কত বছর বিলুপ্ত আঁধারে।


কোটোরে বসান চোখ নীচে লেপটান কালি
তামাটে রং বিবর্ন ললাট চিবুক।
জীবনের তাপে ওরা আজম্ন অংগার
শরৎ কিংবা বসন্ত মিথ্যে ওসব।
ওরা নিদারুণ ক্লেশে বয়ে চলেছে
দুর্গন্ধময় জীবনের অবিরাম ঘানি।


ফোটা কাটা জলের মত
চামড়ার নীচে চলে বন্ধপ্রায় ধমনী।
আর কতকাল লক্ষ কোটি জনতা
ধুকে ধুকে মরবে জানতে চায়
হে নিষ্ঠুর পৃথিবী।