সেই কবেকার কথা
গলাগলি করে স্কুলে যাওয়া।
হারিয়ে গেছে বহুদিন আগে
আমাদের সেই ছেলেবেলা।


কত আপন ছিল বন্ধুরা সব
তারপর এল গেল শুসময়ের সাথী।
যতদূর যেখানেই যায়
মনের মধ্যে সেই ছেলেবেলা কেই আঁকি ।


সেই আমাদের স্কুল পালানোর স্মৃতি
সারারাত জেগে কত কথা ভাবি।
বর্ষাকালে মাছ ধরা, কাদামাটি খেলা
এপাড়া ওপাড়া ছুটে বেড়ানোর দিন গুলি।


স্কুল ছুটি গরম গরম রুটি
সেই যে কত মজার মজার ছড়া।
আজও যেন কানে বাজে
ছোটবেলাকার ঐ সব রূপকথা।


কতনা সহজ সরল ছিল আমাদের জীবন
করেছি নাম না জানা কত কত খেলা।
বুক জুড়ে কান্নায় ভরে ওঠে
কোথায় হারিয়ে গেল সেই আমাদের ছেলেবেলা।


মারামারি, কিল ঘুষী রাগারাগি
কত না ঝগড়া কেরছি।
তবুও তো সব ভুলে গিয়ে আবার
আমরাই গলা জড়ায়ে নিয়েছি।


হিংসা ছিলোনা কখনো মনেতে
ছিলোনা কোনকিছুতেই কোন লোভ।
ভাবিনি কে খারাপ কে মন্দ
চাইতাম শুধু বন্ধুর ভালো হোক।


তারপর সব পাল্টে গিয়ে
জীবনের প্রয়োজনে কত ছুটে চলা।
নতুন বন্ধু, কত প্রিয় মানুষ এল গেলো
ওমন সহজ সরল বন্ধু আর হলো না।