একটা দেশ খুঁড়িয়ে চলে
বাড়ছে শুধুই অনাহারী জীর্ণ জরা ।
সেই দেশেতেই বাড়ছে আবার
বিশ্ব শ্রেষ্ঠ ধনী জনা ।


একটা দেশ ছিন্ন ভিন্ন
জোটে না ভাত মায়ের পেটে ।
সেই দেশেরই রাজনীতিতে
উন্নয়নের বুলি ফোটে ।


একটা দেশ রক্তে স্বাধীন
দেশ বাঁচাতে বুক পেতে দেয় ।
সেই দেশেরই চালক যারা
দেশটা বেচবার ফন্দি বানায় ।


একটা দেশ গড়ে শিশুশ্রমে
অর্থ আসে প্রবাসীদের ঘামের দামে ।
সেই দেশেরই সুস্থসমাজ
ওদের গালি দেয় নবাবজাদা নামে।


একটা দেশের শিশুরা বাঁচে
আমার তোমার উচ্ছিষ্ট খাবারে ।
সেই দেশেরই কালো টাকায়
রেকর্ড করে বিশ্বজুড়ে।


একটা দেশের শহীদ বেদী
বিনম্র শ্রদ্ধায় ফুলে ভরা থাকে ।
সেই দেশেতেই বোমা বানায়
দেশ ধ্বংসের  নকশা আঁকে।


একটা দেশ শস্য শ্যামল
দেশ বাঁচাতে সুন্দরবন বুক পেতে দেয় ।
সেই দেশেরই নেতারা সব
তোমাকে ধ্বংসের নিশানা লাগাই ।


একটা দেশ আমার তোমার
জননী জন্মভূমি।
সেই দেশেতে আমাদের মূল্য কোথায়
অমানুষেরাই মানুষ আজি।