কত দিন হয়ে গেল
মা দেখিনা তোমায় আমি।
আমি তোমায় বুঝি মাগো
গোপনে ঠিকই কাঁদছো তুমি।

কত দেশ ঘুরেছি
কত কত মজার খাবার খেয়েছি।
তবুও তোমার হাতের খাবারেই মা
সবথেকে বেশি স্বাদ পেয়েছি।

এত সহজ করে বলে ফেলো
একলা চলতে শেখ বাবা।
বিপদে যেন ভয় না পায়
সে তো তোমার কাছেই শেখা।

তুমি সাহস দাও বলেই তো
এত দূর আসা
সবকিছু করে ফেলব জয়
সাথে আছে তোমার ভালোবাসা।