আমার কিছুই আর ভালো লাগেনা
সারাদিন ভালো কাটে না।
ঘুমাতে গেলে ঘুম আসে না।
প্রিয় ঘুম, প্রিয় বিছানার কাছে গিয়ে দেখি,
মন খারাপ, বিষাদ।
আমি কোথাও যাব না, কিচ্ছু চাইব না।
বাইরে লাশের খবর,
মহামারী, অভাব, অশান্তি, হাহাকার।
স্বদেশ বিদেশ, ঘর বাহির
আমার ভালো লাগে না।


শুনেছি লঞ্চ ডুবেছে, লাশ জমেছে
ফেসবুকে ঝড় উঠেছে,
ওসব কিছুতেই মন লাগে না।
কাল কে যেন মরে গেছে, ভাতের অভাব!
সেসব কথা কেউ ভাবেনি।


শহুরে নর্দমার পাশে ভিড়
আজ কেউ ভাত ফেলেনি।
বাসী খাবার আর জমে না।


কলমের জোর বেড়েছে, মিছিলে লোক জমেছে।
কেউ দেখেনি, জমছে শ্মশান ঘাটে লাশ।
শ্মশানে আমি আর যাব না
কাল কি হবে কেউ ভাবে না।
বৃষ্টি এলো ভিজিয়ে দিলো
শুকনো গাছে ফুল ধরেছে
রাত্রি ভিষন
আমার ঘুমের ছুটি।