আকাশ ছুঁতে পারি না বলে ভরে রেখেছি বুকের গভীরে -
চাঁদের গন্ধ খুঁজি হৃদয়ের বাতাসে; -

আকাশের জলে কার মুখ ভাসে!

বিভাবরী বিন্যস্ত হলে জোছনার বিন্যাসে
মৃত্তিকার ঢেউয়ে ভেসে
দেখ, কেউ একজন দাঁড়িয়েছে এসে তোমার পাশে।