এই রাস্তাটা


এই রাস্তাটা একটা বট গাছের তলায় এসে থেমে গেছে
পাশে শুকনো পুকুর নৌকোটা ঘাটে বাঁধা, দড়ির গিঁট
চাইনি কিছুই যা দেবার দিও একবার সাঁতরানোর জল
হাঁস ডাকে, ডাকে পানকৌড়ি দড়ি টান টান গতিবিধি


একা পথ হাঁটলে মনে হয় পিছু পিছু কেউ আসচ্ছে পা শব্দ
পিছন ফিরে দেখি আমি ছাড়া দিত্বীয় কোন শক্তি নেই আমার
দশদিকে হাওয়া হাত দেখায়, আমি বুঝি তখন সেটা অজুহাত
সমস্ত জীবন ধরে একটাই কবিতা লিখব বলে পালিয়ে বেড়াই


বুকে জ্বালা যন্ত্রণাগুলো রিং টোনের মত বাজে যখন তখন
খারাপ সময় বড়ই মধুর যখন তখন এসে পড়ে আমি শুনি
কেউ কি আমার চোখে চোখ রাখবে একবার কাঁদতে চাই
কতদিন হল আমি একা একা কাঁদিনি, যাই নি কোথাও দূরে


তবে কি স্বপ্ন সত্যি হল আজ, তোমার অলৌলিক পিছুটানে।