ঘা


আঙ্গুল ছুঁয়েছে গত জন্মের ঘা
আঘাত প্রাপ্ত আম গাছ, বট বৃক্ষের ছায়া
আমাদের ভালোবাসা লেখা হয়ে গেছে
দেয়ালে দেয়ালে, গোলাপি সালাম
দেশ বলতে একটাই তালা-চাবির দোকান
মাটির বাড়িতে কলিং বেল বাজে না


মনে পড়ে, মনে পড়ল আজ আবার -
আমি জন্মেছিলাম, সেই দাগ মায়ের আঁচলে ঢাকা।