অভিমান
কারও জন্য নয়, আর কারও জন্য নয়
শুধু কষ্টের জন্য আমার খুব কষ্ট হয়
দুঃখের জন্য আরও বড় দুঃখ খুঁজে আনি


তাও সাধ মেটে না আমার
সাধের জন্য পিঠে করে বহে আনি
চরম বিহ্বলতা। তাও কী শান্তি আছে


অশান্তি ভোগ করতে লাগে নিঃখুত যোগ্যতা।


সংসার –  ২
দোষারোপ করলাম একে অপরের
ছেলেটা ঠিক মায়ের মতো হয়েছে


আমি বাবা হতে গিয়ে বুঝেছি কেবল  
আমার বিশ্বাস আমি বলতে কিছুই নেই


দাঁড়িপাল্লা ভারসাম্য বজায় রাখে শুধু ।


প্রতিক্রিয়া


যারা প্রেম করে তারা গাছে গাছে নাম লিখে রাখে
ছায়াতলে বসে গল্প করে, বাদাম খায়, নুনও
একে অপরের মুখ মুছে দেয় চুম্বনের ক্ষত


আহম্মক আমি এক চিনলাম না গাছ-গাছালি
একটি ফুলের আশায় চাষ করলাম মিষ্টি লাউ
ঢেঁরস, পুঁই ডাটা – মরশুম যখন যেমন


আজও বুঝলাম না  মানুষ কেন একে অপরকে গোলাপ দেয়।