দাবানল


একটা সিগারেট যতক্ষন জ্বলে
আমার মনে ঠিক তুমি ততক্ষণ


এর চেয়ে বেশি চেয়েও না আমার কাছে
যদি জ্বলে উঠে আমাজনের জঙ্গল


তখন আবার ফুঁ দিয়ে নিভাতে পারব না।


মাঝবয়সীদের কবিতা


কি আর বলব দুঃখের কথা
যেখানেই যাই সন্ধ্যা হয়ে যায়
সন্ধ্যা হলে বাঘের ভয়


বাঘের কথা আজ না হয় থাক
আমি আর আমি নেই বহুদিন হল
দুই ছেলের বাবা, একমাত্র বৌ


আমাকে দিয়ে কবিতা লেখাচ্ছে ।


২০২২ – ২৩


এই কবিতাটি শুধু দু-চার লাইনের কথা মাত্র
আর যাই বলো, ভুলে যেতে বল না, পারব না।


নামকরণ


এই কবিতাটির রং ধবধবে সাদা
কাকু মারা গেছে, কাকিমা বিধবা।