শাখার গায়ে যদি যত্ন এসে
ঠোঁট ঘষে, বুঝে নিও -
সুখের খামে তোমার নাম
চকচক করে স্বর্ণালী কালিতে।


গোধূলি আর ছুঁতে পারবে না
তোমার শাড়ির আঁচল...
কুয়াশারা নোঙ্গর গুটিয়ে
রওনা দিলো অন্য আস্তানায়।
এবার হবে তুমি মন্ত্রের বর্ণ,
হাসির খুঁটি তোমারই আঙিনায়।
দূরের পাহাড় পা ধোয়াবে আলোয়,
জ্যোৎস্না হবে তোমার শাড়ির পাড়।


এবার আমি কপাল ভেজাই ঘাসে,
হয়ে যাই বাতাসের ঘ্রাণ...
হাত বাড়াই রৌদ্রের রথে,
বৃষ্টির তাকে অশ্রু সাজাই...
এবার আমি শূন্য হবো,
ধূলিকণায় গা ভাসাবো।


________________
রচনাকালঃ
১৬ জুলাই ২০১৯
বিকাল ৩ টা ১৬