ভোরে,খুব সকালে -
সূর্য ওঠার ঠিক আগে,
ধান,দুর্বা,আশীর্বাদ -
সবাই ব্যস্ত তোমায় নিয়ে।
সারাটা দিন অভুক্ত অপেক্ষা
পথ চেয়ে থাকবে বর আসার।
একে একে হাত সাজবে শাখায়,
কাঁচা হলুদ গন্ধ মাখবে
তোমার শরীরের,হাত,পা,গায়ের।


সানাইয়ের সুরে উঠে আসা
নদীর জলও ছুঁয়ে দেখবে তোমায়,
শান্তি গিলবে শরীর ভিজিয়ে।
সূর্য ডুবতে ডুবতে বলে যাবে -
সাজাও বরনডালা,আনছি বর।
আলোকসজ্জা,প্রদীপের আলো
মেতে উঠবে তোমায় নিয়ে,বরকে নিয়ে।
ভুলে যাবে সকলেই,ভুলবে তুমিও-
আঁধারের কোণে কোনো এক পাপী
ছিড়ে খাচ্ছে অনুশোচনার পালক।


________________________________
রচনাকালঃ
১৮ জুন ২০১৮
দুপুর ১১ টা ৫৪