কত ভুল করি মোরা
করি কতই না দুষ্টুমি,
শক্ত হাতে অতি রাগে
শাসন করেন আপনি।


তুললে হাত রেগে গিয়ে
মন খারাপ আপনারই,
চোখে মুখে তখন মোরা
ভালোবাসাটাই দেখি।


মন দিয়ে ভালো ভাবে
যদি করি লেখাপড়া,
আপনার কথা মেনে চললে
মানুষ হবো মোরা।


আপনিই শেখান স্যার
বই কেন পড়বো!
চোখ থাকতেও নাহলে
অন্ধ হয়েই রইবো।


আদর,শাসন,যত্ন দিয়ে
মানুষ গড়েন নিজ হাতে,
বাবা-মা জীবন দিলেও
আপনি শেখান পথ চলতে।


আপনার এই অবদান
হৃদয় রাখবে লিখে,
গুরুদেব হে পূজনীয়
আপনার স্থান মস্তকে।


_______________
রচনাকালঃ
২৮ আগস্ট ২০২৩
বিকাল ৫ টা ২