বুকফাটা কান্না চাপানো তো যায় না
হায়রে বিধি এ কেমন তোমার রীতি,
আপনের আপন ছিল যে জীবন
আজকে সে অন্যের জীবন সাথী।


মৃত্যূও ভালো দেখার থেকে এগুলো
সহ্য কি আর কখনো যায় করা,
সবার মাঝে বসে নববধূর সাজে
অন্যের হাতে তার গলা ধরা।


ভগবানও মজা পাচ্ছে দিয়ে সাজা
বুকের ভেতর কষ্টেরা কাতরায়,
দেখে প্রেমিক ভুলে ঠিক বেঠিক
চুপ করে নীরব দর্শকের ভূমিকায়।


ও রে নিঠুর মৃত্যু আর কত দূর
চোখের জলেই কি শেষ কবিতা!
শোনো বিশ্ববাসী ওকে বড় ভালোবাসি
চলে গেলে আমি দিওনা ওকে ব্যথা।


মরতে মরতে চাইগো দিয়ে যেতে
আমার ভাগ্যের সুখ তার কপালে,
থাকুক ভালো সংসার করে আলো
মরেও পাব শান্তি সে সুখী হলে।


________________________________