আমার দুর্গা মাটির নয়
রক্ত মাংসে গড়া,
তাইতো তার হাতে দেখি
বাঁধা হাতকড়া।


প্রতিটা দিন শুনতে হয়
অকথ্য গালিগালাজ,
তার রুটিনে সংসার ধর্ম
কাজের পর কাজ।


আমার দুর্গা অভাগা মেয়ে
বন্দী নরক বাসে,
কান পাতলে বুকের ভেতর
কান্না তার ভাসে।


পুরুষ অসুর বধ করতে
ত্রিশূল নেই তার হাতে,
আজ সে বড়ই অসহায়
জানোয়ারের স্নান রক্তে।


আমার দুর্গা ধর্ষিত হয়
মাতাল অসুরের কাছে,
চোখের জল লুকায় সে
শাড়ির আঁচলের ভাঁজে।


নরকজ্বালা সইতে সইতে
জীবন তার ক্ষয়,
বাঁচতে গিয়ে দেখে 'পর সবাই'
আপন তো কেউ নয়।


আমার দুর্গার জীবনে নেই
রঙিন স্বপ্নের আলো,
রূপ তার গেছে হারিয়ে
জীবন অন্ধকার কালো।


মন্ডপে হয় যার পুজো
ঘরে তারই অত্যাচার,
উলঙ্গ সমাজের আদালতে
কেন নেই এর বিচার ?


____________________
রচনাকালঃ
২১ অক্টোবর ২০২৩
সকাল ৬ টা ২১